সিনিউজ: জয়পুরহাট শহরের অদূরে ছোট যমুনা নদীর দোয়ানী ঘাটে অস্ত্রের ভয় দেখিয়ে অবৈধভাবে উত্তোলনের অভিযোগ করেছে এলাকাবাসী। বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় প্রতিদিন হামলার স্বীকার হচ্ছে এলাকাবাসীরা। শুধু তাই নয় অবৈধ বালু উত্তোলনকারী এলাকায় গিয়ে বিভিন্ন অস্ত্রের ভয় দেখিয়ে অন্যের জমি জোরপূর্বক দখল করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী ও সাধারণ মানুষেরা মানববন্ধন ও লাঠি, হাসুয়া নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া বিক্ষুব্ধ এলাকাবাসী বালু উত্তোলনের মেশিনগুলো পুড়িয়ে দিয়েছে। জয়পুরহাট জেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থান দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। শুধু নদীই না, নদী তীরবর্তী অন্যের ফসলী জমি কেটে নিয়ে যাচ্ছে তারা। জয়পুরহাট সদর উপজেলার ছোট যমুনা নদীর দোয়ানী ঘাটে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইতিমধ্যেই তারা এলাকার বিভিন্ন মানুষকে মারপিট করে জখম করেছে। এরই প্রতিবাদে ওই এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। অবৈধ বালু উত্তোলন বন্ধসহ হুমকি-ধুমকী ও মারপিটের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান উল্লেখিত এলাকায় বালু উত্তোলন নিয়ে সৃষ্ট ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। তবে লিখিত অভিযোগ পেলেই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments
Please login to start comments