সি নিউজ ডেস্ক: নতুন মন্ত্রিসভা গঠনের কাজ চলায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দফতরে যোগ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমও। এছাড়া এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সচিবরাও আজ মন্ত্রিপরিষদ বিভাগে এসেছেন। তারা নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের ফাইল তৈরির কাজসহ আনুষাঙ্গিক কাজগুলো সম্পন্ন করে রাখছেন।
এখন কতজন মন্ত্রীর ফাইল তৈরির কাজ চলছে সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে এখনও কিছুই জানানো হয়নি। তবে সোমবার ৪০-৪৫ জনের মন্ত্রী শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন মন্ত্রিসভা গঠনের বছর খানেক পর মন্ত্রিপরিষদের আকার বাড়িয়ে ৫৫-৬০ করা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে আশা করছি। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। তাই এ সংশ্লিষ্ট কাজগুলো গুছিয়ে রাখার জন্যই আজ সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করছি।
0 Comments
Please login to start comments