সি নিউজ ডেস্ক: মানুষ চাঁদ জয় করেছে তা বেশ পুরনো খবর। তবে এখন পর্যন্ত সবগুলো মহাকাশযান অবতরণ করেছে পৃথিবীর অভিমুখে থাকা চাঁদের পৃষ্ঠে। এবারই প্রথম চাঁদের অদেখা বা অন্ধকার অংশ দক্ষিণ মেরুর আইটকেনে মনুষ্যবিহীন মহাকাশযান অবতরণের ঘোষণা দিয়েছে চীন। খবর বিবিসির।
বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টিভিতে চাঙ্গে-৪ মহাকাশযান অবতরণে সফলতার কথা জানানো হয়। চাঁদের উল্টোপিঠে অভিযান চালানো বেশ ঝুঁকিপূর্ণ। এটি অপেক্ষাকৃত সরু ও গর্তের পরিমাণও বেশি। ধারণা করা হয়, কোটি কোটি বছর আগে উল্কাপি-ের আঘাতে ওই এলাকাটি তৈরি হয়েছিল।
চাঙ্গে-৪ নামে মহাকাশযানটি চাঁদের ভূ-তাত্ত্বিক গঠন পর্যবেক্ষণ করবে। সেখানে বেতার যোগাযোগের ক্ষেত্র তৈরি ও টেলিস্কোপ বসানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, তেজস্ক্রিয়তা যাচাই, উদ্ভিদ জীবন সম্পর্কে গবেষণাও চালানো হবে। ‘টাইডাল লকিংয়ের’ কারণে আমরা শুধুমাত্র চাঁদের একপিঠ দেখতে পাই। চীনের মহাকাশযানের কল্যাণে এবার ‘অদেখা’ অংশও দেখার সুযোগ মিললো।
0 Comments
Please login to start comments