সিনিউজ: বলিউড অভিনেতা বিজু খোটে মারা গেছেন। তিনি ‘শোলে’ সিনেমায় ‘কালিয়া’ চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও ‘আন্দাজ আপনা আপনা’ ছবির রবার্ট চরিত্রের জন্যও দর্শকের কাছে প্রিয়মুখ তিনি।
৩০ সেপ্টেম্বর ভোরে মারা গেছেন বিজু খোটে। তার বয়স হয়েছিল ৭৭ বছর। নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বলিউডের পাশাপাশি মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় বিজু খোটে। ১৯৬৪ থেকে অভিনয় জগতে আছেন তিনি। বড় পর্দায় কাজের পাশাপাশি কাজ করেছেন ছোট পর্দাতেও। এছাড়াও মারাঠি থিয়েটারে বহু বছর কাজ করেছেন তিনি।
0 Comments
Please login to start comments