সি নিউজ : চট্টগ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন কোলগাত্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দীন আকবর। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্ব শত্রুতার জেরেই এ হামলা চালানো হয় বলে ধারণা করছেন দলের নেতাকর্মীরা।
বাংলাদেশ
0 Comments
Please login to start comments