আজকালের খবর পত্রিকার ম্যানেজিং এডিটর গাজী জহিরুল ইসলামের বড়ভাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী বুলবুল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র কামাল হোসেন শেখ, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমান শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, আওয়ামী লীগ নেতা কৃষ্ণ প্রষাদ মজুমদার, আতিকুজ্জামান বাদল, রুহুল আমিন খান প্রমুখ।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশ্রাফ আলী, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী (হক) জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
0 Comments
Please login to start comments