সি নিউজ, গাজীপুর : বাসের ধাক্কায় গাজীপুরের তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তারের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টায় কুনিয়া তারগাছ এলাকায় তারা সড়ক অবরোধ করেন।
এর ফলে ঢাকাগামী এবং বিপরীতগামী উভয়মুখী রাস্তা বন্ধ হয়ে যায়। এতে করে ঢাকা-ময়মনসিংহ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ শেষে পুলিশ গিয়ে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের মৃত্যুর ঘটনার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা ১০টা ১০ মিনিটের দিকে অবরোধ তুলে নেয়।
ঐ হাসপাতালের দন্ত বিভাগের ডাক্তার মেহেদী হাসান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাম্মির শাকির প্রকাশ মোটরসাইকেলযোগে হাসপাতাল থেকে বোর্ডবাজার যাবার পথে পেছন থেকে একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্হলে মারা যান।
এর প্রতিবাদে এবং বাসের চালককে আটক, কলেজের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ ও নিহত ডাক্তারের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের দাবিতে শনিবার চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজের সামনে মানববন্ধন করে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও কর্মচারীরা সকাল ৯টার দিকে কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ জানান, দীর্ঘ একঘণ্টাব্যাপী সড়ক অবরোধ শেষে পুলিশ গিয়ে কলেজের অধ্যক্ষ, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
0 Comments
Please login to start comments