উমা থেকে ঝুমা। উমা ছিলেন স্বস্তিকা, আর ঝুমা মোনালিসা। তবে উমার থেকে যেন ঝুমা একেবারে এক কাঠি ওপরে। কলকাতার ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র সিজন-২ কাঁপিয়েছেন ভোজপুরি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা।
শুধু ওয়েব সিরিজেই নয়, নিজের উষ্ণতাকে খবরে ধরে রাখতে, নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন ঝুমা বৌদি খ্যাত এ অভিনেত্রী। আর তা দেখেই ঠাকুরপোরা একেবারে হইচই মাতিয়ে দিয়েছেন। তা এবার ঝুমা বৌদি নতুন কী করলেন?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মোনালিসা। যেখানে কালো বিকিনিতে নদীর মাঝে নৌকায় বসে ঘুরতে দেখা যাচ্ছে তাকে। কালো বিকিনিতে যেন আরও আকর্ষনীয় হয়ে উঠেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি চ্যাট শোতেও দেখা গিয়েছে মোনালিসাকে। সেই চ্যাট শোয়ের জন্য বেশ কয়েকটি এপিসোডের শুটিংও তিনি করেছেন। এছাড়াও স্টার প্লাসের নজর সিরিয়ালে অভিনয় করছেন মোনালিসা। তার স্বামী বিক্রান্তও ভোজপুরির নামী অভিনেতা।
0 Comments
Please login to start comments