চলমান করোনাযুদ্ধে দেশ ও জনগণের সুরক্ষা-সেবা নিশ্চিত করতে গিয়ে আত্মোৎসর্গকারী ১৪ জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারের জন্য এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করেছে ওয়ালটন গ্রুপ।
২৮ মে ২০২০ খ্রিঃ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের নিকট অনুদানের টাকা তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি। ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।
এ সময় বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।
চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।
0 Comments
Please login to start comments