সি নিউজ ডেস্ক : আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অক্টোবরের ২৩ তারিখে আমাদের সম্মেলন হয়েছিল, আমরা অক্টোবরেই সম্মেলন করার চিন্তা করছি।’
এ সময় ঐক্যফ্রন্টের গণশুনানিকে ‘গণতামাশা’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যেখানে ড. কামাল হোসেনের নাম উচ্চারিত হয় প্রধান বিচারপতি হিসেবে, সেটা কি গণশুনানি, সেটা তো গণতামাশা হয়ে যাবে।’
উপজেলা পরিষদ নির্বাচনে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছিল, তাঁদের মধ্য থেকে কয়েকজনের নামে অভিযোগ আসায় সেইসব ক্ষেত্রে মনোনয়নে পরিবর্তন আনা হচ্ছে বলেও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
0 Comments
Please login to start comments