সি নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। দেশটির প্রধান দ্বীপ জাভার একটি পাহাড়ি গ্রামাঞ্চলে এই ভূমিধস হয়েছে।
গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
পশ্চিম জাভার সুকাবোমি জেলার সিমারেশমি গ্রামের অন্তত ৩০টি বাড়ি পাহাড় ধসের কবলে পড়ে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় ৬০ জন লোক বাড়িঘর হারিয়েছে। তাদের নিরাপদ অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে।
0 Comments
Please login to start comments