সি নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নামল বিপিএলের ষষ্ঠ আসরের। এবার নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ততার পালা টাইগারদের। শনিবার দলের দ্বিতীয় বহর নিউজিল্যান্ড উড়াল দেবে।
এর মধ্যে দুঃসংবাদ এসে হানা দিল টাইগার শিবিরে। নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে হার যতটা না কষ্ট দিয়েছে, তার চেয়েও বড় চিহ্ন এঁকে দিয়েছে সাকিব আল হাসানের শরীরে। ফাইনালে পাওয়া আঙুলের চোটে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন দেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
গেল এক বছরে বেশিরভাগ সময়ই ইনজুরিতে কাটিয়েছেন সাকিব আল হাসান। চোটের ধকল সেরে কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন। বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
দারুণ ছন্দ নিয়ে আজ নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইনজুরি ‘অভিশাপ’ আবারও মাঠের বাইরে ঠেলে দিল দেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসানকে।
0 Comments
Please login to start comments