সি নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ১৪ বছরের কিশোরী আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শাওন ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে শাওনকে ফেনী ও স্বপনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন স্থানীয় মহাদেবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও স্বপন শাকচর গ্রামের হোসেন আহমদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আসমা ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ জুন রাতে মা-বাবার অনুপস্থিতে আসমার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে শাওন। পরে বিষয়টি জানাজানির ভয়ে আসমাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়। এসময় তাকে সহযোগীতা করেন ওই এলাকার স্বপন। ঘটনার পর তারা পালিয়ে যায়। গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন বলে ওসি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে বাড়ীর পাশের পুকুর থেকে আসমার বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর দিন নিহতের বাবা ফয়েজ আহমদ বাদী হয়ে থানায় মামলা করেন।
0 Comments
Please login to start comments