সিনিউজ: এবার মিউজিক ভিডিওতে হাজির হলেন ছোটপর্দার জনপ্রিয় তারকা শেহতাজ। এই প্রজন্মের কণ্ঠশিল্পী মিলনের ”তুমি শুধু আমার” শীর্ষক এই গানটি ইউটিউবে অবমুক্ত হয়েছে প্রযোজনা সংস্থা লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে। গানটির কথা লিখেছেন সজিব শাহরিয়ার। মিলনের সুরে গানটির মিউজিক কম্পোজ করেছেন এমএমপি রনি। রোমান্টিক ঘরানার মেলোডি ধাচের এই গানটি ব্যবহৃত হয়েছে ”ভালো আছি ভালো থেকো” শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। মোহন আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন শেহতাজ। এ প্রসঙ্গে নিলয় বলেন,”এই গানটি শর্টফিল্মে ব্যবহার করা হয়েছে। আমার কাছে গানটি দারুণ লেগেছে। আশা করছি, সবার ভালো লাগবে।”
আর শেহতাজ বললেন,”কাজটি অনেক সুন্দর হয়েছে। দর্শকরা অন্যরকম স্বাদ পাবেন। গানের কথা-সুরে নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতারা। আশা করছি সবার গানটি ভালো লাগবে। সবাইকে জানাতে চাই, ইউটিউবে গানটি শুনুন ও দেখুন। আশা করছি নিরাশ হবেন না।” জানা গেছে,আসছে ঈদে একাধিক ব্যানারে মিলনের বেশ কটি গান রিলিজ হওয়ার কথা রয়েছে।
0 Comments
Please login to start comments