সুইডিশ একটি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমার যত দামি পোশাক, এগুলো আমার কেনা নয়। আমি এগুলো উপহার পাই। হয়তো আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে যারা বিদেশে থাকে। তারা দেশে আসার সময় একটা স্যুট নিয়ে আসে।
এই তো, গতকাল সিঙ্গাপুর থেকে আমার জন্য তিনটা কটি বানিয়ে এনেছে। এখন আপনি যদি নিয়ে এসে আমাকে গিফট করেন, তাহলে আমি কী করবো! সুইডিস পত্রিকার রিপোর্টের বিষয়ে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ঘড়ির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমার ঘড়ি, টাই, স্যুট, প্যান্ট আমি নিজের টাকায় কিনি না। এগুলো সবই উপহারের। কেউ না কেউ এসব উপহার দিয়েছে বিভিন্ন সময়। গতকালও একজন আমাকে তিনটি কটি উপহার দিয়েছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক খবরের প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘড়িসহ অন্য সবকিছুই উপহারের। কাজেই আল-জাজিরাসহ যারা ওই সংবাদটি প্রচার করেছে, তারা কিসের ভিত্তিতে করেছে, আমার জানা নেই। এটি তাদের বিষয়।’
প্রসঙ্গত, সুইডেনভিত্তিক নিউজ সাইট ‘নেট্রা নিউজ’ এর ২৬ ডিসেম্বরের এক সংবাদে দাবি করা হয়, ওবায়দুল কাদেরের হাতের ঘড়িটির দাম তার বার্ষিক আয়ের সমান। ওবায়দুল কাদেরের হাতের ঘড়ির মূল্য প্রায় ৩৪ হাজার ডলার। রোলেক্সের সেই ঘড়িটির বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকা। এই খবর প্রকাশের ৭২ ঘণ্টা পর থেকে ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। ওয়েবসাইট বন্ধে করে দেওয়া এবং ঘড়ি প্রসঙ্গে বিস্তারিত খবর প্রকাশ করে আল-জাজিরা।
0 Comments
Please login to start comments