সিনিউজ: সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে ১০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা। এদিকে, পর্যাপ্ত সরবাহের পরও বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম। বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দামও। চাহিদার তুলনায় বাজারে পেঁয়াজের সংকট নেই বলে স্বীকার করছেন বিক্রেতারা। তারপরও পেঁয়াজের দাম লাগামছাড়া। সপ্তাহের ব্যবধানে কমপক্ষে দাম বেড়েছে ১০ টাকা। ৫০ টাকা দামের নিচে নেই কোনো সবজি। টমেটো বিক্রি হচ্ছে ৯০ টাকা, আর এক কেজি মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। নদীতে প্রচুর ইলিশ ধরা পড়লেও কমছে না দাম। বরং কেজি প্রতি সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। অন্যান্য মাছের দামও বাড়তির দিকে। হালিপ্রতি ২ থেকে ৪ টাকা বেড়েছে সব ধরনের ডিমের দাম। বাজারে গরু, খাসি ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল। তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
0 Comments
Please login to start comments