সি নিউজ ডেস্ক : আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়ায় এখন তা উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
কিন্তু বিকেল ৪টার পর তিনি অসুস্থ হয়ে পড়লে পাঁচ মিনিটের বিরতিতে যায় সংসদ।এরপর আবার ৪টা ১০মিনিটের দিকে সংসদ অধিবেশন শুরু হয় এবং প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন শুরু করেন।
এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে।
0 Comments
Please login to start comments